ছাতক প্রতিনিধি

২৭ জুলাই, ২০২১ ২০:৫৬

ছাতকে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছাতক উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা কার্যকর করতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। ছাতক শহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে সেনাবাহিনীর টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে ছাতক ও গোবিন্দগঞ্জ বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৬টি মামলায় ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইয়াসিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান, সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত