নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০১৫ ১১:৫৯

শিশু সাইদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে, আজ সাক্ষ্য দেবেন ১০ জন

সিলেটে শিশু আবু সাইদ হত্যাকান্ডে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) দশজনের স্বাক্ষ্যগ্রহণ করা হবে বলে জানিয়েছেন র আইনজীবিরা।

সকালে আসামিদের উপস্থিতিতে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে সাক্ষ্যগ্রহন শুরু হয়।

এর আগে পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, র‌্যাবের কথিত সোর্স গেদা, ওলামালীগ নেতা রাকিব ও মাসুমকে আদালতে হাজির করা হয়।

এর গত ১৯ নভেম্বর আবু সাইদের বাবাসহ ৫জনের সাক্ষ্যগ্র্রহণ সম্পন্ন হয়।

গত ১১ মার্চ নিখোজেঁর পর ১৪ মার্চ রাতে নগরীর ঝর্ণারপাড় এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে উদ্ধার করা হয় চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাইদের বস্তাবন্দি লাশ।

এরপর সাইদের বাবা বাদি হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

চার আসামিকে অভিযুক্ত করে গত ১৭ নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইবুনালের বিচারক আব্দুর রশীদ।

সাক্ষ্য

আপনার মন্তব্য

আলোচিত