হবিগঞ্জ প্রতিনিধি

০১ আগস্ট, ২০২১ ১৫:৩১

করোনায় হবিগঞ্জে একঘণ্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু

হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একঘণ্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ আগস্ট) বেলা ১২টা থেকে ১টার মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

মৃত্যুরা হলেন, বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা গ্রামের ধনু মিয়ার স্ত্রী জহুরা (৪৫), চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মকবুল হোসেনের স্ত্রী অমির চাঁন (৮০)। এছাড়াও বাকি একজন পুরুষ। তার বয়স ৪২ বছর। তা তাৎক্ষণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

জেলায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা শনাক্ত হয়েছে ৩৪৮ জন। ৭৯২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪৩ জন।

নতুন শনাক্তদের মধ্যে, সদর উপজেলায় ১৫৭ জন, চুনারুঘাটে ৬৪, লাখাইয়ে ২, বাহুবলে ৯, বানিয়াচংয়ে ২৩, নবীগঞ্জে ৪১, মাধবপুরে ৪৯ ও আজমিরীগঞ্জে ৩ জন।

মোট শনাক্তের মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৫০০ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৩৩ জন।

শনাক্তদের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ২৬ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩২ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত