নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০১৫ ১২:৪২

শিশু সাইদ হত্যা মামলা: রায় আসতে পারে এ মাসেই

সিলেটে আলোচিত আবু সাইদ হত্যা মামলায় আজ আরও চারজনের স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ২২ জনের স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাক্ষ্য প্রদান করেন সিলেট মহানগর ম্যাজিস্ট্র্যাট সাহেদুল করিম, ফারহানা ইয়াসমিন, ডিবি পুলিশের কমকর্তা শামীম হোসেন পীর ও জকিগঞ্জ থানার এসআই জহর লাল।

সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশীদের আদালতে সকালে স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে আদালতে হাজির করা হয় আসামি পুলিশ কনস্টেবল এবাদুর, র‌্যাবের 'সোর্স' গেদা, ওলামালীগ নেতা রাকিব ও মাসুমকে।

সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট আব্দুল মালেক সিলেটটুডে টেয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী কাল আরোও দুইজনের স্বাক্ষ্যগ্রহণের মাধ্যমে স্বাক্ষ্যগ্রহন শেষ হতে পারে।

ফলে এ মাসেই চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করতে পারেন বিচারক।

গত ১১ মার্চ নিখোঁজের ৩ দিন পর নগরীর ঝর্ণারপাড় এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুরের বাসার ছাদ থেকে শিশু আবু সাইদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। পরে সাইদের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায়  মামলা দায়ের করেন।

পরে গত ১৭ নভেম্বর অভিযুক্ত পুলিশ কনস্টেবল এবাদুর, র‌্যাবের 'সোর্স' গেদা, ওলামালীগ নেতা রাকিব ও মাসুমকে অভিযুক্ত করে মামলার অভিযোগ গঠন করেন আদালত।

আপনার মন্তব্য

আলোচিত