সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৫ ১৯:২৮

ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেট জেলার ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উদ্যোক্তাদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্টিত হয়। সভার পূর্বে সাড়ে ১০টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, জনগনের দোরগড়ার ডিজিটাল সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে ২০১০ সালের ১১নভেম্বর সিলেট জেলায় ১০৫টি ইউনেয়নের ২১০ জন উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে সকল ডিজিটাল সেন্টার হতে অনলাইনে জন্ম নিবন্ধন, পাসর্পোটের আবেদন, অনলাইন পর্চার আবেদন, পল্লী বিদুৎ বিল জমা, ভিসা আবেদন, কম্পিউটার কম্পোজ, প্রিন্ট, স্ক্যানিং, ফটোকপি, ল্যামিনেশন, মোবাইল ব্যাংকিং সেবা, কম্পিউটার প্রশিক্ষন সেবা, ই-মেইল সেবাসহ সর্বমোট ১০২টি ডিজিটাল সেবা প্রদান করা হয়।

এসম তিনি ডিজিটাল সেন্টারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কার্যক্রম আর গতিশীল করতে সকল উদ্যাক্তাদের পরামর্শ দেন।

সভায় অনান্যাদের মধ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শহীদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী কমিশনার( আইসিটি শাখা) মো: শাহাদাত হোসেন, সহকারী প্রোগ্রামার সেলিম বাবু, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ জেলা পর্যায়ের প্রায় সকল দপ্তরের দপ্তর প্রদানগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত