সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৫ ২৩:৫৬

‘নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে দায়িত্বশীল হতে হবে’

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে ২৫ নভেম্বর। ১৬ দিনব্যাপী এ আয়োজনকে সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনালের আয়োজনে দৈনিক উত্তরপূর্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন- ঘরে বাইরে যৌন নির্যাতনসহ নানা নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। নিরাপত্তাহীনতা ও ঝুঁকির কারণে তাদের জীবন হয়ে ওঠে দূর্বিষহ। নির্যাতনের কারণে নারীর স্বাভাবিক বিকাশও ব্যাহত হয়। নারী নির্যাতন প্রতিরোধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহার যেমন প্রয়োজন, তেমনি আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতা প্রয়োজন। নারীর প্রতি প্রতিহিংসার চিত্র গণমাধ্যমে প্রকাশ করেই আমাদের দায় শেষ নয় বরং এর প্রতিকারে সামাজিক হস্তক্ষেপ প্রয়োজন। বাল্যবিবাহ, যৌতুক, এসিড নিক্ষেপ, বহুবিবাহ, জোরপূর্বক বিবাহ, বিবাহ বিচ্ছেদসহ নারীর প্রতি সকল সামাজিক, পারিবারিক, মানসিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে স্ব স্ব অবস্থান থেকে সকলেরই প্রতিবাদী পদক্ষেপ অব্যাহত রাখা উচিত। আর এ আন্দোলনের ব্যাপক প্রসারের মধ্যে দিয়ে নারীর প্রতি সহিংসতার মাত্রা হ্রাস করা সম্ভব ।

প্লান বাংলাদেশের আঞ্চলিক প্রকল্প পরিচালক জিয়াউর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন- বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেট বিভাগীয় প্রধান সৈয়দা শিরীন আক্তার অ্যাডভোকেট, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম, দৈনিক প্রথম আলো’র সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, কাউন্সিলর শাহানা বেগম, জেছিস’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, সিলেট যুব একাডেমির প্রোগ্রাম ম্যানেজার জিল্লুর রহমান জয়, ব্র্যাকের মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই হাছিনা খাতুন, সিলেট যুব একাডেমির মনিটরিং অফিসার জয়নাল আবেদীন, রুহুল আমীন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আজিজ আহমদ সেলিম বলেন- নারীর প্রতি সহিংসতা, নির্যাতন আমাদের অর্জনকে ম্লান করে দেয়। আমাদের সভ্যতাকে আঘাত করে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বঞ্চিত ও বৈষম্যের মধ্যে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীকে আর্থ-সামাজিকভাবে উন্নতির পথে নিয়ে যেথে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।

বিশ্বের সকল দেশের ন্যায় বাংলাদেশে ও সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (২৫ নভেম্বর) থেকে পক্ষকালব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ-২০১৫ কর্মসূচি শুরু হচ্ছে। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও এ প্রতিবাদ পক্ষ পালনে প্লান ইন্টারন্যাশনাল ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, প্রচারণা, কাউন্সিলিং নাটকসহ নানা কার্যক্রম গ্রহণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত