সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৫ ২০:২৯

শনিবার সিলেটে জলবায়ু পরিবর্তন বিরোধী গণ-পদযাত্রা

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস সম্মেলন (কপ-২১) শুরুর আগে বিশ্ববাসীর সাথে একাত্মতা প্রকাশ করে সিলেটে জলবায়ু পরিবর্তন বিরোধী গণ-পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় সুরমা নদীর তীর সংলগ্ন ক্বীনব্রিজ চাঁদনীঘাটে নদী ছুঁয়ে গণ-পদযাত্রা শুরু হবে। পরে নগরীর প্রধান সড়ক হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচী সমাপ্ত হবে ।

“নিরাপদ ও পরিচ্ছন্ন বাংলাদেশ নিশ্চিত করতে বৈশ্বিক জলবায়ু পদযাত্রা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে একটি উন্মুক্ত আহবানের মাধ্যমে এই পদযাত্রাটি অনুষ্ঠিত হবে । সিলেট'সহ দেশের প্রায় ৩০টি স্থানে প্রায় দুই শতাধিক সংগঠন গণ-পদযাত্রার সাথে সংহতি জানিয়ে একাধিক কর্মসূচী পালন করবে। ঢাকায় অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জলবায়ু পরিবর্তন বিরোধী গণ-পদযাত্রা।

এদিকে শুক্রবার (২৭ নভেম্বর) জলবায়ু পরিবর্তন বিরোধী গণ-পদযাত্রা সফলের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট-এর মীরবক্সটুলাস্থ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ প্রস্তুতি সভায় বিভিন্ন সামাজিক, নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সনাক, সিলেট-এর সভাপতি এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট-এর সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) নির্বাহী পরিচালক রজব আলী খান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবীর, হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মো. মনসুর আলম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি অর্চিশমান দত্ত, প্রানী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার সভাপতি মনজুর কাদের চৌধুরী, সুরমা রিভার ওয়াটারকীপার-এর স্বেচ্ছাসেবী সুপ্রজিত তালুকদার, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, সিলেট-এর যুগ্ম সম্পাদক এ কে কামাল হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন 'ইয়েস'-এর সংগঠক তুষার ঘোষ প্রমুখ।

সভা থেকে সিলেটের সর্বস্তরের নাগরিকদের এই গণ-পদযাত্রায় অংশগ্রহণের আহবান জানানো হয়।

যে কোন ব্যক্তি বা সংগঠন স্ব উদ্যোগে ছোট-বড় ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ গণ-পদযাত্রায় অংশ নিতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত