সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৫ ১২:৩৫

জলবায়ু পরিবর্তন বিরোধী গণ-পদযাত্রা সফলে প্রস্তুতি সভা আজ

প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনকে (কপ-২১) সামনে রেখে বিশ্বের দেশে দেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদ ও দাবীমূলক জাগরণ প্রদর্শিত হচ্ছে ।

বিশ্বব্যাপি শহরে নগরে আয়োজন করা হচ্ছে জলবায়ু পরিবর্তন বিরোধী গণপদযাত্রার । দাবী ও লক্ষ্য একটাই - কোন শিল্পায়নে কোন ক্রমেই আর গ্যাস উৎপাদন নয়, শূন্য মাত্রার গ্যাস নির্গমন (জিরো এমিশন) নিশ্চিত করতে হবে; আর সে লক্ষ্যে অবশ্যই নিশ্চিত করতে হবে পরিবেশের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানী কাঠামো ।

বিশ্বব্যাপি জলবায়ু পদযাত্রার সাথে সংহতি জানিয়ে আগামী ২৮শে সেপ্টেম্বর, শনিবার সিলেটে “জলবায়ু পরিবর্তন বিরোধী গণ-পদযাত্রা" অনুষ্ঠিত হবে ।

নগরীর ক্বীন ব্রিজ এলাকায় সকাল ১০ ঘটিকায় সুরমা নদী ছুঁয়ে গণ-পদযাত্রা'র শুরু করা হবে ।

“নিরাপদ ও পরিচ্ছন্ন বাংলাদেশ নিশ্চিত করতে বৈশ্বিক জলবায়ু পদযাত্রা" প্রতিপাদ্যে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এই গণ-পদযাত্রা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাপ্ত করা হবে ।

সিলেটে গণ-পদযাত্রা আয়োজনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা আজ ২৭ শে নভেম্বর, শুক্রবার সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর মিরবক্সটুলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে ।

এই সভায় জলবায়ু নিয়ে উদ্বিগ্ন নাগরিক প্রতিনিধি ও সংগঠনসমুহের উপস্থিতি কামনা করা যাচ্ছে ।

আপনার মন্তব্য

আলোচিত