বড়লেখা প্রতিনিধি:

০৮ ডিসেম্বর, ২০২১ ০২:৪১

ওমিক্রন মোকাবিলায় দ্যুতির করণীয় শীর্ষক সভা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দ্যুতির মাসিক ভার্চুয়াল (জুম অন-লাইন) সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দ্যুতি সদস্যরা নিজ নিজ এলাকা থেকে অনলাইনে এই সভায় যুক্ত হন।

সভায় হাকালুকি হাওরের পরিবেশ যাতে হুমকিতে না পড়ে সে জন্য দ্যুতি সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হবার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া বিশ্বব্যাপী আতংক সৃষ্টিকারী ওমিক্রন মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়। ওমিক্রন প্রতিরোধে বিগত সময় দ্যুতি সদস্যদের করণীয় নিয়ে আলোচনা করেন দ্যুতির সহ সভাপতি পিংকু দাস।

এছাড়াও সভায় মুক্ত আলোচনায় অংশ নেন দ্যুতির অন্যান্য সদস্যরা।

আলোচকরা প্রত্যন্ত হাওর এলাকায় ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার যথাযথ প্রয়োগে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর ব্যাপারে আলোচনা করেন।

প্রসঙ্গত, করোনাকালীন অতিমারীর সময়ে সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন নিবন্ধনের জন্য দেশব্যাপী আলোচনায় আসে স্বেচ্ছাসেবী সংগঠন দ্যুতি। তারা বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে দেয়। সংগঠনটি ব্লাড গ্রুপ ক্যাম্পিং সহ বিনামূল্যে ফলজ চারা বিতরণে হাওরাঞ্চলে অগ্রণী ভুমিকা পালন করে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত