নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২১ ২১:১৬

টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতরে পাড়ি দেবেন সুনামগঞ্জের তুহিন

টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতরে পাড়ি দিবেন তুহিন।

আগামী ২০ ডিসেম্বর ষড়জ এডভেঞ্চার আয়োজিত ফরচুন বেঙ্গল চ্যানেল সুইমিং ২০২১ প্রতিযোগিতায় বাংলা চ্যানেল অর্থাৎ টেকনাফ থেকে সেন্টমার্টিন ১৬.১ কিমি সাতরে পাড়ি দিবেন মো. রায়হান আলম তুহিন।

তুহিন সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মরহুম ডা. আব্দুল মালেক মোল্লা ও তুলারুন নেছার ছেলে। তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সুনামগঞ্জ শাখার সাবেক ব্যাবস্থাপক এবং বর্তমানে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে সিলেট প্রধান শাখায় কর্মরত আছেন।

বাংলা চ্যানেল পাড়ি দেয়ার জন্য গত ২৬ নভেম্বর ঢাকায় বাছাই প্রতিযোগিতায় তিনি উত্তীর্ণ হন। তিনি বাংলা চ্যানেল পড়ি দিতে পারলে এটা হবে সুনামগঞ্জের ইতিহাসে প্রথম কারো এই চ্যানেল পাড়ি দেয়া। এটি দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং ও এডভেঞ্চারাস প্রতিযোগিতা। তুহিন সাঁতারুর পাশাপাশি একজন আল্ট্রা রানার ও সাইক্লিস্ট।

আপনার মন্তব্য

আলোচিত