তাহিরপুর প্রতিনিধি:

০৩ মে, ২০২২ ০০:৪৫

তাহিরপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধান চাষী পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নে আমতৈল, পুরানঘাটসহ কয়েকটি গ্রামের চার শতাধিক পরিবারের বসতবাড়ি পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

এসময় উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, ইউপি সদস্য দিলোয়ার হোসেন দুলাল, জামাল, আব্দুর রাজ্জাক, জিলু, নোয়াজ আলী, কপিল উদ্দিন, শফিকুল ইসলাম, জিয়াউর, রুমেলা আক্তার, রেহেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা বিতরণ চলমান রয়েছে। সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। মহান সৃষ্টিকর্তা সকলকে হেফাজত করুন।

আপনার মন্তব্য

আলোচিত