নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২২ ০৯:৫৭

৪ ঈদ পর ঈদগাহে জামাত, মুসল্লির ঢল

করোনার ধকল কাটিয়ে দুই বছর পর খোলা জায়গায় ফিরল ঈদের জামাত। এই সময়ে চার ঈদে মুসল্লিদের ঈদের জামাত পড়তে হয়েছিল মসজিদে-মসজিদে। এবার করোনার বিধিনিষেধ আগের মতো না থাকায় ঈদগাহে-ঈদগাহে নেমেছে মুসল্লির ঢল।

মঙ্গলবার (৩ মে) সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (বরুণী)।

এছাড়া নগরের অন্যান্য স্থানের মধ্যে রয়েছে শাহজালাল দরগাহ মাজার মসজিদ, সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন, বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, টিলাগড় মাদানী ঈদগাহ, জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদ, রেজিস্টারি মাঠ, সিলেট জর্জ কোর্ট জামে মসজিদ, মদিনা মার্কেট জামে মসজিদসহ নগরের ৪৪৪টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন মসজিদে ৩৫৩টি ও ঈদগাহে ৯১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন সেজন্য আজ সকাল সাড়ে ছয়টা থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখে পুলিশ প্রশাসন।

ঈদুল ফিতরের দুই রাকাত নামাজের পর ঈদের বিশেষ খুতবা পড়া হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

উল্লেখ্য, গত দুই বছর করোনার প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিল ঈদের নামাজ। ফলে খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে।

আপনার মন্তব্য

আলোচিত