তাহিরপুর প্রতিনিধি:

০৩ মে, ২০২২ ২১:২৯

তাহিরপুরে ফরিদ হত্যা: ৩৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫

তাহিরপুরে কৃষক ফরিদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে নিহত ফরিদের ভাই আবুল কালাম বাদী হয়ে রসুলপুর গ্রামের ৩৯ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে সংঘর্ষে জড়িত পাঁচ আসামিকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই মো. গোলাম হক্কানী।

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে নিহত হন কৃষক ফরিদ মিয়া। নিহত ফরিদ মিয়া উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুুলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, কৃষক ফরিদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত