কমলগঞ্জ প্রতিনিধি:

১০ মে, ২০২২ ২২:২৫

লাউয়াছড়ায় সড়কে গাড়ি চাপায় প্রাণ গেল বানর ও সাপের

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার সড়কের পৃথক স্থানে দ্রুতগতির গাড়ি চাপায় একটি উল্টোলেজি বানর ও সাপের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ফুলবাড়ি চা বাগানের মুজিবের টিলা ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুটি দ্রুতগতির গাড়ির চাপায় পিষ্ট হয়ে ফুলবাড়ি চা বাগানের ৩ নম্বর প্লান্টেশন এলাকা সংলগ্ন মুজিবের টিলা এলাকায় সড়ক পারাপারের সময় একটি উল্টোলেজি বানর ও মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সাপ পিষ্ট হয়ে মারা যায়।

স্থানীয় পরিবেশবাদী আব্দুল আহাদ বলেন, দ্রুত গতির যানবাহনের কারণে প্রায়ই এ পথে কোন না কোন বন্য প্রাণী মারা যাচ্ছে। গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসনের মাধ্যমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া উদ্যান এলাকায় ধীরগতিতে যানবাহান চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ঘটনাটি জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মন্তব্য

আলোচিত