ছাতক প্রতিনিধি

১৮ মে, ২০২২ ১৯:৪৭

ছাতকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগ চরমে

সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। পানিবন্দি লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মাঝে দিন-রাত কাটাচ্ছেন। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে দু' দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

শহরে কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও গ্রামের নিম্নাঞ্চলের মানুষ অনেকটাই আশ্রয়হীন অবস্থায় রয়েছেন। গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্যার পানি প্রবেশ করায় নিজ ঘরেই পানিবন্দি অবস্থায় চরম কষ্টে বসবাস কয়েকশ পরিবার।

এসব পানিবন্দি মানুষ ত্রাণ সহায়তা থেকেও বঞ্চিত রয়েছেন। শহরের বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাঁতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এসপিপিএম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্র শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এ ছাড়া ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক সদর ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বন্যাকবলিত মানুষ। এসব আশ্রয় কেন্দ্রে সরকারী-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

বুধবার সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আশ্রয় কেন্দ্র সহ পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

চিড়া, মুড়ি, গুড় সহ শুকনো খাবার বিতরণকালে এমপি মুহিবুর রহমান মানিকের সাথে সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, পৌর মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী, মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইশতিয়াক আহমেদ তানভীর, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এদিকে ছাতক পৌরসভার উদ্যোগে বিকেলে বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ  বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা ভুনা খিচুড়ি বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত