জুড়ী প্রতিনিধি

২২ মে, ২০২২ ১৮:২৯

জুড়ী থেকে ভারতীয় মদ উদ্ধার

জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা ফুলতলা থেকে বিভিন্ন ধরনের  ভারতীয় মদ উদ্ধার সহ একজনকে আটক  করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা ইউনিয়নের রহিম পুর গ্রামের ইদ্রজিং চাষার বাড়িতে দীর্ঘদিন থেকে ভারতীয় মদ আসতো।সেখান থেকে বিভিন্ন স্থানে এসব ভারতীয় মদ বিক্রি হত।২১ মে রাতে বৃষ্টির সময় গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার এসআই অনিক রন্জন দাসের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন, জোসেফ আহমদ,জহিরুল ইসলাম,মোহাম্মদ আলী সহ কয়েকজন কনস্টেবল নিয়ে ইদ্রজিং চাষার বাড়িতে অভিযান চালানো হয়।

সেখান থেকে ভারতীয় বিভিন্ন ধরনের ২০ বোতল চোরাই মদ উদ্ধার সহ ইদ্রজিং চাষাকে গ্রেফতার করা হয়। ২২ মে সকালে জুড়ী থানা পুলিশ বাদী হয়ে ফুলতলা ইউনিয়নের অধীর চাষার ছেলে ইদ্রজিং চাষাকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রজিং কে গ্রেফতার করে কোর্টে প্রেরন করা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত