ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০৩ জুলাই, ২০২২ ২৩:৪৬

ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ

সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি'র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিকোনা বাজারে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তসলিম আহমদ নেহার, সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান রুহেল, সাইফুল ইসলাম ছোটন, রুহুল আমিন, সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, সহ সাংগঠনিক সমম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, তুহিন চৌধুরী,  ছাত্রবিষয়ক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল গনি তজিবুর, কৃষি বিষয়ক সম্পাদক ছলছু রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক শেখ ওয়েছ আহমদ মিটু, সহ ছাত্র বিষয় সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সদস্য ইসলাম উদ্দিন, সহ সমবায় বিষয়ক সম্পাদক তানু মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, ফারহানুর রহমান, আলী আহমদ সিপু, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ  ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিপন আহমদ, রশিদ মিয়া, সাজু, মালেক, সিপু, আকাশ, রাসেল, নওশাদ, ফরহাদ, জসিম, মাছুম, সাগর ও হোসাইন প্রমুখ।

পানিবন্দী দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী বলেন, সিলেটে বন্যার কারণে সরকারিভাবে যে ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে, এর চেয়েও এখানকার বন্যা ভয়াবহ। ফলে সিলেটকে বন্যাদুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি খাদ্যসহায়তার পাশাপাশি পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

আপনার মন্তব্য

আলোচিত