জুড়ী প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২ ১৭:৪৬

বাথরুমে বই রাখা সেই প্রধান শিক্ষককে শোকজ

বন্যা আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের আশ্রয় দিতে টালবাহানা করা, বাথরুমে বই রেখে তালা মারা সেই প্রধান শিক্ষককে শোকজ করেছে মাধ্যমিক শিক্ষা অফিস।

মৌলভীবাজারের জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. আলাউদ্দিনের সাক্ষর করা পত্রে জানা যায়, পাহাড়ী ঢল এবং অতিবৃষ্টির কারনে সম্প্রতি সিলেট বিভাগের বেশির ভাগ অংশে বন্যা দেখা দেয়। জুড়ী উপজেলার হাকালুকি হাওরের পাশে হাকালুকি আশ্রয়কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে সেই এলাকার কয়েকটি পরিবার আশ্রয় নিতে গেলে বিদ্যালয় তালা মেরে রেখে দেন প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দাস।পরে মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশে চাবি দিলে ও বাথরুমে বই রেখে তালা মেরে চাবি নিয়ে যান।

এ নিয়ে সিলেটটুডে২৪-এ একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে রোববার তাকে শোকজ করে নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি আশ্রয় কেন্দ্র ব্যবহার হবে জানার পরও কেন তালা মেরে রেখে দেওয়া হলো, বিদ্যুৎ সংযোগ কেন বন্ধ রাখা হলো, সরকারি পাঠ্যপুস্তক কেন বাথরুমে রাখা হলো।

উল্লেখ্য, প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দাস জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে  দূর্নীতির অভিযোগ উঠে।পরে এলাকাবাসীর আন্দোলনের মূখে মামলা হয়।পরবর্তীতে  তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত