নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২ ২৩:০২

নয়াপল্টনে সংঘর্ষ: সিলেটে বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ

বিএনপির কেন্দ্রীয় কার্য্যালয়ে পুলিশী হামলা ও পুলিশের গুলিতে বিএনপি নেতাকে নিহত করার প্রতিবাদে এবং বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর অস্থায়ী কার্যালয় ভাতালিয়া থেকে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রিকাবীবাজার পয়েন্টে এসে এক পথ সভায় মিলিত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন,  অবৈধ শাসকের পতন সু-নিশ্চিত,  তাই তারা দিশোহারা হয়ে পড়েছে। তারা দলের প্রধান কার্য্যালয়ে ঢুকে গুলি করতেও দ্বিধাবোধ করছে না। নেতৃবৃন্দ বলেন, এই সব গুলি হামলা মামলা আর হত্যা করে অবৈধ শাসন আর লুটপাটের রাজত্বকে প্রলম্বিত করা যাবে না গণতন্ত্রের অভিযাত্রায় আগামী ১০'ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ সফল হবে ইনশা'আল্লাহ।
মিছিল সমাবেশে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়কবৃন্দের মধ্যে ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, ডা. নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী।

ওয়ার্ড সভাপতিবৃন্দের মধ্যে সাদিকুর রহমান সাদিক, শেখ কবির আহমদ, শুয়েব আহমদ, তারেক খান, মন্জুরুল হাসান, সবুর আহমদ, মিজান আহমদ, ওয়ার্ড সাধারণ সম্পাদকবৃন্দের মধ্যে আব্দুল আজিজ লাকি, রাজু দে, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আবু সাইদ মোহাম্মদ তায়েফ, মিনহাজ পাঠান, আব্দুল মালিক সেকু, এ এস এম সায়েম, আব্দুল মান্নান, রুবেল বক্স, আব্দুস সবুর রাসেল, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদকবৃন্দের মধ্যে নুরুল ইসলাম লিমন, রাসেল খান, ইফতেখার আহমদ পাবেল, সালেক আহমদ, ফরহাদ আহমদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী,  সদস্য সচিব আফসার খান , মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ,  জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

মহানগর নেতৃবৃন্দের মধ্যে খসরুজ্জামান খসরু, রফিকুল বারী রোমান, রেজাউল করিম নাচন, আব্দুস সামাদ তোহেল, খালেদ আকবর চৌধুরী, মির্জা রামীম, মনজুর হোসেন মজনু, মালেক আহমদ, মারুফ আহমদ টিপু, এমদাদুল হক স্বপন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত