হবিগঞ্জ প্রতিনিধি:

০৮ ডিসেম্বর, ২০২২ ২৩:১৭

বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

হবিগঞ্জের বাহুবলে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার মানিকপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মানিকপুর গ্রামের বাসিন্দা আশিক মিয়ার সঙ্গে বিভিন্ন গ্রাম্য বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের আব্দুর রউফের। এরই জের ধরে ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে রাবেয়া বেগম, মহিবুর রহমান, সজলু মিয়া, সফিক মিয়া, সাইফুল মিয়া, দুদা মিয়া, নাজমুল ইসলাম, মুকিত মিয়া, আব্দুল করিম, হারিস মিয়া, শফিক মিয়া, সামছু মিয়া, আমিন উদ্দিন, নুরুল মিয়া, আব্দুল গনি, বিলাত মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত।

আপনার মন্তব্য

আলোচিত