নিজস্ব প্রতিবেদক:

১০ জানুয়ারি, ২০২৩ ০০:০৩

নগরীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ টন পলিথিন জব্দ, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর প্রধান পাইকারি বাজার কালিঘাটের কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে সোমবার প্রায় তিন টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা করেছে পরিবেশ অধিদপ্তর।

এ সময় অবৈধভাবে পলিথিন মজুত ও বিক্রয়ের অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর ও মোহাইমিনুল হক।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ছয়টি দোকান ও গোডাউনে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত পাওয়া যায়। জব্দ করা পলিথিনের বাজারমূল্য ১২-১৩ লাখ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত