জগন্নাথপুর প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৩ ২২:০৯

জগন্নাথপুরে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিপুলপরিমাণ গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়েছে। এতে জড়িত থাকা দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোমবার রাতে উপজেলার পাইলগাঁও ও শেরপুর এলাকায় এ দুটি অভিযান করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দিলারা বেগম (৫০), ববিতা বেগম (২৫) ও আলী হোসেন (৪২)।

পুলিশ জানায়, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার সাজু মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে সাজুর স্ত্রী ববিতা ও সমধল (নোয়াগাঁও) গ্রামের আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৮২৯টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিনের নেতৃত্বে উপজেলার পাইলগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ছমেদ আলীর স্ত্রী দিলারা বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়। এসময় বসতঘর থেকে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পৃথক ওই দুই অভিযানে গ্রেপ্তার ও পলাতক আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত