সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০২৩ ২৩:৩৫

সিলেটে যুগান্তরের দুই যুগে পদার্পণ উদযাপন

সিলেটে বর্নাঢ্য আয়োজনে সত্যের সন্ধানে নির্ভিক দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটেন মেয়র, রাজনীতিক, গণমাধ্যম নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ সূধীজন। এর আগে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বেরা করা হয় এক বর্নাঢ্য র‌্যালি।

দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভিক এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল যুগান্তরের। এখনো সত্যের পক্ষেই আছে। এতে অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে দেশের অন্যতম শীর্ষ এই গণমাধ্যমটিকে। তারা বলেন, সত্য প্রকাশে যুগান্তরের আপোষহীন ভুমিকাই পাঠকের কাম্য। তারা যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত ও দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

যুগান্তরের পক্ষে ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ বলেন, প্রকাশের মাত্র ৬ মাসের মাথায় সকল দৈনিককে ছাড়িয়ে সিলেটে শীর্ষস্থান দখল করেছিল দৈনিক যুগান্তর। পাঠকের ভালবাসায় যুগান্তর এখন দুই যুগপূর্তিতে পদার্পণ করেছে। পাঠকের এই অব্যাহত ভালবাসায় ঋণ শোধ করার মত নয়।

দুই পর্বের আয়োজনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দ্বীপ কুমার সিংহ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, নাট্যজন অরিন্দম দত্ত চন্দন, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক শামসুল আলম সেলিম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আফতাব উদ্দিন, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, মনিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি স্বপন কুমার সিংহ, জেলা সভাপতি নির্মল কুমার সিংহ, সহ সভাপতি দীপাল কুমার সিংহ, প্রবাসী মিলন সিংহ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলজার আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সমাজসেবী অনিল রাজকুমার, প্রকৌশলী লিপু সিংহ, শিল্পী খোকন ফকির, সাংবাদিক দিগেন সিংহ, সাঈদ চৌধুরী টিপু, আনন্দ সরকার, প্রত্যুষ তালুকদার, সৈয়দ রাসেল, শফি আহমদ, আলম আলমগীর, শামীম আহমদ, শ্যামানন্দ পাল শ্যামল, গোপাল বর্ধন, টুনু তালুকদার, মাধব কর্মকার, শাহ শরিফ উদ্দিন, নাবিল হোসেন, রণজিৎ সিংহ।

আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু, আজমল খান, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সভাপতি প্রভাষক সুমন রায়, স্বজন সুবিনয় আচার্য্য, তাসফিয়া তাসনিম উর্বী, লাবনী আক্তার মিম, শায়লা, রুবিনা, রিয়া, রুহিতসহ স্বজন সদস্যরা।

এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মাওলানা আমীর উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত