চুনারুঘাট প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি , ২০২৩ ১৩:৫৮

নির্বাচনের ঘোষণা দিলেন হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া সেই শিক্ষক

ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষক মখলেছুর রহমান। সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে জমজমাট আয়োজনে হিরো আলমকে গাড়ির চাবি হস্তান্তর করেছেন।

এবার নতুন এক ঘোষণা দিলেন মখলেছুর রহমান। তিনি জানিয়েছেন, হিরো আলমের মতোই ভোটযুদ্ধে নামবেন তিনি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে লড়বেন এই শিক্ষক।

মখলেছুর রহমানের বাড়িতে গিয়ে উপহারের গাড়ি সংগ্রহ করেন হিরো আলম। এ ঘটনা দেখতে সেখানে জড়ো হন শত শত উৎসুক জনতা। বিকেলে গাড়ি হস্তান্তর শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন মখলেছুর। রাতে চুনারুঘাট বাজারে গেলে শত শত মানুষ তাকে ঘেরাও করে নির্বাচনে প্রার্থী হওয়ার অনুরোধ জানালে তিনি সেখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন। মুহূর্তেই এ খবর ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

শিক্ষক মখলেছুর রহমান বলেন, চুনারুঘাট বাজারে শত শত মানুষ আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিতে বললে আমার কিছু করার ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব। জনগণ যেভাবে হিরো আলমকে ভোট দিয়েছে ইনশাআল্লাহ চুনারুঘাটবাসী আমাকেও ভোট দেবে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক এম মখলেছুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত