জৈন্তাপুর প্রতিনিধি

১৭ মার্চ, ২০২৩ ১৬:৩০

জৈন্তাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সিলেটের জৈন্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর প্রেসক্লাব, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডসহ নানা সংগঠন।

সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মড়ল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর ইউ/পি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলহাস মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড সিবিএ'র সাবেক সভাপতি প্রদীপ কুমার শর্মা, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনজুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন প্রমুখ।

দুপুর ১২টায় শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে কেক কাটা হয়। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত