
১৭ মার্চ, ২০২৩ ১৮:৪৩
মৌলভীবাজারের জুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে।
উপজেলা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে, মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইমরুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তাসমিয়া তাবাসসুম ফারিহা, মোহাম্মদ ইকরামুল ইহসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মো. আলাউদ্দিন, বিজিবির প্রতিনিধি হাবিলদার মোহাম্মদ আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সুজাউদ্দৌলা, পরিসংখ্যান অফিসের প্রতিনিধি শামীম শাহরিয়ার প্রমুখ।
অন্যদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
একাত্তর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা জুড়ী কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।
আপনার মন্তব্য