চুনারুঘাট প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৩ ১৩:৩৩

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ মার্চ) আনুমানিক দুপুর টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।

এ সময় উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তি সংলগ্ন সুতাং নদী হতে বিধি বহির্ভূতভাবে বালু উত্তোলন করার দায়ে রহমতাবাদ গ্রামের বাসিন্দা আব্দুস শহীদ (৬৫)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে উপজেলা প্রশাসনের আনসার ও থানা পুলিশের একটি টিম।

আপনার মন্তব্য

আলোচিত