
৩০ মার্চ, ২০২৩ ২৩:৫১
হবিগঞ্জের মাধবপুরে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হবিগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে তার স্ত্রী সোনিয়া বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে আখাউড়ার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছালে পেছনে বসে থাকা তার স্ত্রী সোনিয়া চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা নেওয়ার পথে সোনিয়া মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।
আপনার মন্তব্য