জৈন্তাপুর প্রতিনিধি

২০ মে, ২০২৩ ২০:০৭

জৈন্তাপুরে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা।

শনিবার (২০ মে) সকালে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ ফুটবল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার এক শত জন শিশু-কিশোর ব্যাডমিন্টন, কাবাডি, ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই ৫টি ইভেন্টে অংশগ্রহণ করে।

দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশ ঢাকা বিএসি কো-অরডিনেটর নুসরাত সুমাইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ সিলেটের কর্মকর্তা শফিকুল ইসলাম, পলাশী মজুমদার, এপিসি প্রজেক্ট সিলেট বিভাগীয় কো-অরডিনেটর দেবাশিষ মজুমদার, সুগন্ধা এফসির পরিচালক এটি এম মাসুদ, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম, ফয়েজ আহমদ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আহাদ।

বিকেল ৫ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ।

আপনার মন্তব্য

আলোচিত