২৯ মে, ২০২৩ ১৯:১৮
সুনামগঞ্জের ছাতকে আলোচিত যুবলীগ নেতা লায়েক হত্যা মামলায় স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের ভাতিজাসহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মুহা. হেলাল উদ্দিন শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এমপি মানিকের ভাতিজা ছাতকের মন্ডলীভোগের বাসিন্দা ইশতিয়াক রহমান তানভীর, বাগবাড়ির সাদমান মাহমুদ সানি ও মুক্তিরগাওয়ের আলা উদ্দিন।
গত ২৮ মার্চ রাতে ছাতক যুবলীগ নেতা লায়েক মিয়ার ওপর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ শিবলুর নেতৃত্বে হামলা চালানো হয়। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৩১ মার্চ রাতে ছাতক থানায় পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও এমপির আপন ভাতিজা তানভিরসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাই আজিজুল ইসলাম।
আপনার মন্তব্য