
১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৪৫
সুনামগঞ্জে ৬ লাখ টাকা ভারতীয় শেখ নাসিরুউদ্দিন বিড়িসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন থেকে আটক করা হয়।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লিটনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. উকিল মিয়া (৩৫)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আটটি পাটের বস্তার ভিতর ৬ লাখ ৭২ হাজার টাকা শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করা হয়। আটক উকিল মিয়া গৌরারং ইউনিয়নের মৃত মো. আব্দুস সুবহানের ছেলে।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ ওসি নন্দন কান্তি ধর এর সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান চলবে।
আপনার মন্তব্য