বানিয়াচং প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৫৩

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের নতুনবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কেমিক্যাল দিয়ে কাঁচা কলা পাকানোর অভিযোগে আব্দুল খালিক নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি অপরিচ্ছন্ন-নোংরা পরিবেশ থাকায় মেঘনা বেকারিকে ৫ হাজার টাকা ও মিষ্টির কার্টুনে ওজন কম রাখায় নূরানী হোটেলকে ৫ হাজারসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান জানান, বেশি লাভের আশায় দেশের বিভিন্ন জায়গা থেকে কাঁচা কলা আড়তদাররা ট্রাকে করে এনে মজুদ করেন এবং কেমিকেল মিশিয়ে সেই কলা বিক্রি করেন।  আমরা আজ অভিযান পরিচালনা করেছি। খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে এক কলা ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অন্যদিকে মেঘনা বেকারিক নোংরা পরিবেশ ও ওজনে কম রাখায় নূরানী হোটেলে ও অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জনস্বার্থে পর্যায়ক্রমে সব বাজারেই আমরা নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রাখবো। অভিযানে বানিয়াচং থানা পুলিশ সদস্যরা সহায়তা করেন।



আপনার মন্তব্য

আলোচিত