
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:১৯
মৌলভীবাজারের জুড়ীতে বুধবার সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ মুজিবুর রহমান, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মোঃ ইমরুল ইসলাম সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তুতিউর রহমান,জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আম্বিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি দীপংকর ঘোষ বলেন, ২৪ সেপ্টেম্বর রানীমুরা নামক গ্রামে সংগঠিত মাসুক মিয়া ও তার বাড়ীঘরে হামলার ঘটনার দূঃখজনক। শুনেছি লোকটি খারাপ। তবে আইন হাতে নেয়া যাবে না। এ ঘটনায় মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামি সনাক্তের কাজ শুরু হয়েছে।যারা হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্হা নেয়া হবে। কারা এ ঘটনার ইন্ধনদাতা, সেটা ও আমরা খুঁজে বের করবো। কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, একজন মানুষ আইনের আশ্রয় না নিয়ে সংবাদ সম্মেলন করে জনগনকে বিভ্রান্ত করে গুজব রটিয়ে সমাজে অপরাধ সৃষ্টি যাতে করতে না পারে সে দিকে সবাইকে সচেতন থাকতে হবে।
আপনার মন্তব্য