২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:৩০
দুদিন ব্যাপি প্রশিক্ষণের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট-এনআইএলজি’র প্রশিক্ষণ ও পরামর্শ বিভাগের ‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ কোর্সের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ সেপেটম্বর) সকালে নগর ভবনের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উন্নয়ন ও সেবা বিষয়ে দেশের সিটি কর্পোরেশন সমূহের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় টেকসই নগর উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে।
সিসিকের তথ্য কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাসের পরিচালনায় মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য সেবা ও শিক্ষা উন্নয়ন বিয়য়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। বিষয় ভিত্তিক সেবা ও উন্নয়ন প্রকল্প প্রনয়ন এবং প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ অবগত হন।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট-এনআইএলজি’র যুগ্মপরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) ও ‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ কোর্সের পরিচালক মো. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে সিসিকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে রাজশাহী সিটি ৪০ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলর সরিকুল ইসলাম বাবু, সিসিকের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আকতার কণা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, শিক্ষা বিভাগের পরামর্শক অনিল কুষ্ণ মজুমদার, লাইসেন্স কর্মকর্তা আসাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ সহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাগণ।
আপনার মন্তব্য