
০৪ অক্টোবর, ২০২৩ ০০:৫৮
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কয়লা উত্তোলন করতে গিয়ে আছজর আলী (৩৫) নামে বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
আছজর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার ভোরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট সীমান্তে ভারত সীমান্তে কালো পাহাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিদিনের মত সীমান্তের চিহ্নিত চোরাচালানী ও তাদের গডফাদারের নেতৃত্ব ৩০-৪০ জনের একদল বাংলাদেশে থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) এর দায়িত্বাধীন ট্যাকেরঘাট এলাকা দিয়ে ভারতের কালো পাহাড় কয়লা গুহার যায়। সেখানে কয়লা উত্তোলন করার সময় পাহাড়ের উপর থেকে মাথায় পাথর পড়ে গুরুতর আহত হয়। তৎক্ষনাৎ শ্রমিকরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান, এই বিষয়টি জানা নেই তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মাহবুবুর রহমান জানান, এমন কোনো অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।
আপনার মন্তব্য