হবিগঞ্জ প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২৩ ০১:২০

কারাগারে বন্দিদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতার সেলফি

হবিগঞ্জ জেলা কারাগারে আসামিদের সঙ্গে এক দর্শনার্থীর সেলফি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কারা ফটকের ভেতরে কারারক্ষীর সঙ্গেও সেলফি তুলেছেন তিনি। এসব ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালের জেলা কারাগারের অবস্থান। নিয়ম অনুযায়ী কারাগারের নিরাপত্তার স্বার্থে ঢোকার সময় দর্শনার্থীদের মোবাইল ফোন বাইরে রেখে যেতে হয়। কারাগারের প্রধান ফটকের গার্ডরা সবাইকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেন। কিন্তু অনেকেই গার্ডদের টাকা দিয়ে মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢোকেন বলে অভিযোগ আছে।

সোমবার ‘আবুল কালাম মিঠু’ নামে একটি ফেসবুক আইডি থেকে ছবিগুলো পোস্ট করা হয়। সেখানে কারাগারের ভেতরে বন্দি আসামিদের সঙ্গে একটি সেলফি রয়েছে। আসামিদের ছবি স্পষ্ট বোঝা না গেলেও ছবির ক্যাপশনে লেখা, ‘কারাবন্দি নেতাদের দেখতে হবিগঞ্জ জেলা কারাগারে আজ’। কারা ফটকের ভেতরে এক কারারক্ষীর সঙ্গেও সেলফি তোলা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে, তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আবুল কালাম মিঠু হলেন জেলার নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি  তিনি একজন কারাবন্দি আসামিকে দেখতে জেলা কারাগারে গিয়েছিলেন। তিনি ছবির ক্যাপশনে লিখেন, ‘কারাবন্দি নেতাদের দেখতে হবিগঞ্জ জেলা কারাগারে আজ’।  

ছবিটি সেফবুকে আপলোড দেয়ার পর নানা সমালোচনা ও কারাগারের ভেতরে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠে আসে।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো মতিয়ার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে, তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত