
১৯ নভেম্বর, ২০২৩ ০৯:৫৭
হাওরের কৃষকের দাবিতে গড়ে ওঠা সংগঠন হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে তিনি নিজ হস্তে লিখিত পদত্যাগপত্র সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি বরাবর প্রেরণ করেন।
লিখিত পদত্যাগপত্রে বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান উল্লেখ করেন, ‘আমার পারিবারিক অসুবিধার কারণে সভাপতির দায়িত্ব পালনে আমার অক্ষমতা প্রকাশ করছি।’
শনিবার সকালে দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হলে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় পদত্যাগপত্রটি পাঠ করে শোনান সংগঠনের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়। সভায় পদত্যাগ পত্রটি পাঠ করে শোনানোর জেলার প্রতিটি উপজেলা থেকে আগত হাওর বাচাও আন্দোলনের সদস্যবৃন্দ পদত্যাগে সম্মতি জানান। পরে কার্যকরী কমিটির সভাপতি সবার সম্মতিতে পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৭ সনে দুর্নীতি ও অনিয়মের কারণে হাওরের সম্পূর্ণ ফসলডুবির ঘটনায় কৃষকদের স্বার্থে এই অরাজনৈতিক সংগঠনের জন্ম নেয়। সংগঠনে জেলার সুধীজন সম্পৃক্ত হয়ে হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণে ঠিকাদারি প্রথা বিলোপ করে কৃষকদের অংশগ্রহণে পিআইসির মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান। এই দাবি মেনে নিয়ে সরকার ২০১৮ সন থেকে হাওরে পিআইসির মাধ্যমে ফসলরক্ষা বাধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। পিআইসি প্রথায়ও স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করতে আন্দোলন করছে সংগঠনটি।
সভায় উপস্থিত হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেনরায় বলেন, হাওর বাচাও আন্দোলন কৃষকদের স্বার্থে, হাওরের কৃষকের পক্ষে কাজ করে। কৃষকদের প্রতি নিঃসঙ্কোচ সংহতি জানিয়েই আমাদের সংগঠনের জন্ম। আগামীতেও যাতে কৃষকদের স্বার্থে আমরা কাজ করতে পারি সেটাই আমাদের লক্ষ্য। আমাদের সভাপতির পদত্যাগে সংগঠনের কার্যক্রমে কোন প্রভাব পড়বে না। কারণ প্রতিটি উপজেলায় আমাদের পরীক্ষিত সংগঠকরা রয়েছেন।
আপনার মন্তব্য