বিশ্বনাথ প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০১৬ ০০:৩৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিশ্বনাথ ছাত্রলীগের কর্মীসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে কর্মী সভা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। রোববার বাদ-আছর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তখনই দেশের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আর তাতে প্রমান হয়েছে অবহেলিত জনগোষ্টির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা। আগামী ২১ জানুয়ারী সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভাকে সফল ও সার্থক করে তুলতে দলীয় সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীকে সার্বিক সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়ের সভাপতিতে কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।

ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন ও মুহিবুর রহমান সুইটের যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, আলী হোসেন, সালাহ উদ্দিন পারভেজ, অনুরোদ্ধ মজুমদার পলাশ, খালেদ রহমান, শাহীন আলী, সুহেল আহমদ মুন্না, যুগ্ম-সম্পাদক অসীম কান্তি কর, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, কামরান আহমদ খান, দপ্তর সম্পাদক আধিরাজ উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাক আহমদ মাসুদ, তথ্য ও গবেষণা সম্পাদক শামছুজ্জামান, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল হক জাহেদ, উপ-সাহিত্য সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, উপ-সম্পাদক আকমল হোসেন, সদস্য কাওছার আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

আপনার মন্তব্য

আলোচিত