নিউজ ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৫

আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিতের দাবীতে মানববন্ধন

সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পার্বত্য শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবীতে সিলেটে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাপা, খাসি স্টুডেন্টস ইউনিয়নসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা অভিযোগ করেন, সরকার দীর্ঘদিন ধরে স্বাধীন ভূমি কমিশন গঠনের আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ গ্রহন করেনি। পক্ষান্তরে তথাকথিত ইকোপার্ক, জাতীয় উদ্যান, সাফারি পার্ক স্থাপনসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মাধ্য আদিবাসীদের ভূমির অদিকার হরন করছে।

এমতাবস্থায় দ্রুত স্বাধীন ভূমি কমিশন গঠন করে আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত ও পুর্নাংগভাবে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দাবী জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত