শ্রীমঙ্গল প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০২৪ ০৮:২৪

শ্রীমঙ্গলে বালু উত্তোলন ও মাটি কাটা রোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটা রোধকল্পে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

এ সময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মহিউদ্দিন, শ্রীমঙ্গলের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) অমিতাভ সেখর চৌধুরী, ট্রাক-ট্যাংকলরি কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, সাংবাদিক শামীম আক্তার হোসেন মিন্টু, নান্টু রায়, আতাউর রহমান কাজল প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,মাটি ব্যবসার সাথে জড়িত বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, অবাধে ফসলি জমির মাটি কেটে কৃষি পণ্য উৎপাদনে ব্যাঘাত ঘটানো যাবে না। ফসলি জমি থেকে মাটি কাটতে হলে দেশের আইন অনুযায়ী নীতিমালা মেনে কাটতে হবে। নীতিমালার বাহিরে গিয়ে কেউ অবৈধভাবে মাটি কাটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধে মাটি কাটা বন্ধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত