নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০২৪ ১৩:২৫

একনেকের বৈঠকে সিলেটের একটি প্রকল্পের অনুমোদন

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকের নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে রয়েছে সিলেটের একটি প্রকল্প।

সিলেটের প্রকল্পটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ।

জানা যায়, বৈঠকে ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে খরচ ধরা হয়েছে ৪ হাজার ৪৫৩ কোটি টাকা। কোনো বিদেশি ঋণ ছাড়াই সরকারি অর্থে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বৈঠক শেষে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পরিকল্পনা সচিব বলেন, সভায় ১০টি প্রকল্প উপস্থাপন করা হলেও একটির অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশিয়ালাইজড হাসপাতাল স্থাপন (২য় সংশোধন)। এতে খরচ বাড়ছে ১৫১ কোটি টাকা। ৫২৯ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পিডিবিএফের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়। ১ হাজার ১২৩ কোটি ৪০ লাখ টাকা খরচে ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ক্লাইমেট রেসিলিয়েন্ট এনফাস্ট্রাকচার মেইনস্ট্রেমিং প্রজেক্ট। এতে খরচ বাড়ছে ২৯০ কোটি ৬৫ লাখ টাকা।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ইন্টাগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন ইনটু ডেভেলপমেন্ট পাথওয়েজ অব বাংলাদেশ, এতে খরচ হবে প্রায় ৬১ লাখ টাকা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এলাকার জন্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং দ্বিতীয় পর্যায়ে। নতুন এ প্রকল্পে খরচ হবে ৭৬১ কোটি ৩১ লাখ টাকা। দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প। তাতে ১৩৩ কোটি ৪৮ লাখ টাকা খরচ ধরা হয়েছে। এ ছাড়া সভায় চতুর্থবারের মতো আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়। তাতে বাড়তি খরচ ধরা হয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত