২০ ফেব্রুয়ারি , ২০২৪ ২০:৪৫
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট নগরীর বালুচর এলাকায় একটি পাইপ ফ্যাক্টরিতে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শেখর পাল নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ওই ব্যক্তিকে ১৯ লাখ ২৩ হাজার ৮৫ টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করা হয়।
সিলেট নগরীর বালুচর এলাকায় উপ বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সূত্রে জানা যায়, সিলেট নগরীর বালুচর শান্তিবাগ এলাকায় পাইপ ফ্যাক্টরিতে বিদ্যুৎ কারচুপি করা হয়। অভিযানে এই ফ্যাক্টরিতে অবৈধ লাইনের মাধ্যমে ১৮ অশ্বক্ষমতার ১টি মোটর, ১৫ অশ্বক্ষমতার ১টি মোটর, ১০ অশ্বক্ষমতার ১টি মোটর, ৭.৫ অশ্বক্ষমতার ১টি মোটরসহ ১ অশ্বক্ষমতার ৪টি মোটরে বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া যায়। এসময় এই মোটরগুলো জব্দ করা হয়। এছাড়া এই প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৩ হাজার ৮৫ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, বিদ্যুতের অপচয় বা অবৈধ ভাবে ব্যবহার কোনো ভাবেই করা যাবে না। গ্রীষ্মকাল আসছে, তাই বিদ্যুতের চাহিদা বাড়বে। এজন্য এখন থেকে আমাদের বকেয়াধারী এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হবে।
আপনার মন্তব্য