নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি , ২০২৪ ২০:৫৮

দক্ষিণ সুরমায় নারকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় নারকেল গাছ থেকে পড়ে নাজিম উদ্দিন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মোগলাবাজারের উলালমহল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজিম ওই গ্রামের সমশের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজিম এক প্রতিবেশীর বাড়ির নারকেল পাড়তে গাছে উঠে। তবে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর নাজিম মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি বলেন, লাশের ময়নাতদন্ত করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত