
২১ ফেব্রুয়ারি , ২০২৪ ০২:০৪
প্রতীকী ছবি
সিলেট নগরের লন্ডন ম্যানশনের একটি দোকানে মঙ্গলবার রাতে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে লন্ডনের দ্বিতীয় তলায় অবস্থিত ক্রীড়া সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পোর্টস নিক্স-এ আগুনের ঘটনা ঘটে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্পোর্টস নিক্স নামক দোকান থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে মার্কেটের নৈশপ্রহরীসহ কয়েকজন তাৎক্ষণিক দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনায় বড়ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। তিনি জানিয়েছেন, দমকল বাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
মো. মনিরুজ্জামান জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তাদের প্রাথমিক ধারণা।
আপনার মন্তব্য