তাহিরপুর প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি , ২০২৪ ১৬:৩২

একুশে ফেব্রুয়ারিতে তাহিরপুরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

সুনামগঞ্জের তাহিরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

পরে সকাল ১০টায় উপজেলা ডিজিটাল কর্নারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি।

উপজেলা প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সমবায় কর্মকর্তা আশীষ আর্চাজী, আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক প্রমুখ।

আলোচনা সভায় বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার করার জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত