২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ২২:৫০
ছবি : এসএমপি
সিলেটে ৫ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম মো. রুজেল মিয়া (২৭)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন জাউয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমপির এডিসি জানান, রোববার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানার শিবের বাজার গরুর হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে বাংলাদেশি ১ হাজার টাকার ৫টি নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, আটক আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য