জৈন্তাপুর প্রতিনিধি

১১ মার্চ, ২০২৪ ২৩:৩৫

জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে মুরগি বিতরণ

জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ই মার্চ) সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ও ভেটেরিনারী হাসপাতালের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তত ১শত সুফলভোগী পরিবারের মাঝে ২০ টি করে মুরগি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাজেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি প্রকল্পের সমন্বয়কারি, পঙ্কজ দে লিওন, হাবিবুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত