সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০২৪ ০১:০২

সন্ত্রাসী হামলায় আহত রাজুর শয্যাপাশে কাজলশাহ পূজা কমিটির নেতৃবৃন্দ

সিলেটের কাজলশাহ সার্বজনিন পূজা কমিটির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজুর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘তিন ভাই রেস্টুরেন্ট’ এ গত ১৫ মার্চ শুক্রবার বিকেলে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে রাজিব কুমার দে রাজু মারাত্মকভাবে আহত হন। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেলে দু’দিন চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

বুধবার সন্ধ্যায় কাজলশাহ পূজা কমিটির নেতৃবৃন্দ রাজিব কুমার দে রাজুর বাসায় গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেন। পূজা কমিটির নেতৃবৃন্দ আহত রাজুকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির প্রধান উপদেষ্টা নীরেশ চন্দ্র দাশ, উপদেষ্টামন্ডলীর সদস্য বিজয়কৃষ্ণ চন্দ, অজিত কুমার ভট্টাচার্য, ডা. নির্মল কান্তি দে, যুগ্ম সমন্বয়কারী এডভোকেট  বিপ্রদাস ভট্টাচার্য, সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সহ সভাপতি গৌতম চক্রবর্তী রিপন, সহ সভাপতি বিধুভূষণ চক্রবর্তী, কোষাধ্যক্ষ রমাকান্ত সরকার নির্মল, সদস্য সুমন চক্রবর্তী টিটু, সদস্য অসিত কুমার সূত্রধর,  মহিলা সদস্য পলি সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত