সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০২৪ ১৩:০৫

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে মনোনয়ন পেল সিলেটের শিশু সাংবাদিক তাজুল

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য মনোনীত হয়েছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক মো. তাজুল ইসলাম ছামি।

২০০৫ সাল থেকে ‘শিশু অধিকার বিষয়ক’ প্রতিবেদনের উৎকর্ষের স্বীকৃতি দিতে এ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ। ২০২২ সালেও মনোনীত হয়েছে ছামি।

২০২৩ সালে এবার ১০০০ এর বেশি আবেদন থেকে মাত্র ৫ জনকে নমিনেশন দেওয়া হয়েছে।

এ পাঁচ জনের মধ্যে মনোনীত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিশু সাংবাদিক মো. তাজুল ইসলাম ছামি।

জানা যায়,‘বাংলায় বিশ্বের প্রথম শিশু সাংবাদিকতার সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত সিলেটে ২০২১ সালের ১৭ ও ১৮ ডিসেম্বর শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ছামিসহ আরও ১৯ জন শিশু অংশগ্রহণ করেছিল। ২০১৩ সালে যাত্রা শুরু করা এই সাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আর অংশীদারিত্বে রয়েছে জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ।’

মনোনীত হওয়ার পর অনুভূতি জানতে চাইলে ছামি বলেন,‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এ মনোনীত হয়ে আমি অনেক আনন্দিত। আমার বাবা-মাসহ সবাই খুশি। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমিও মনোনীত হব। পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে আমার খুব আগ্রহ। এই মনোনীত হওয়ার কারণে আমার লেখালেখি করার উৎসাহ আরও বেড়েছে।

আপনার মন্তব্য

আলোচিত