নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৪ ২৩:৫৫

ধর্ষণকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগ নেতা ৩ দিনের রিমান্ডে

সিলেটে তরুণীকে দুই দফা আটকে রেখে ধর্ষণের মামলায় প্রধান আসামি নগরীর ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগে বহিস্কৃত সভাপতি আবদুস সালামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক সুমন ভূঁইয়া এ আদেশ দেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালতের অনুমতি পাওয়ায় আজকালের মধ্যে রিমান্ড শুরু করা হবে।

এর আগে  ভালো চাকরির কথা বলে ওই তরুণীকে দুই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠে সালামসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সালাম ছাড়াও ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল মনাফ, কলোনির বাসিন্দা রেখা বেগমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২-৩ জনকে আসামি করে মামলা হয়। পরে র‍্যাব-৯ এর একটি দল গত মঙ্গলবার ভোররাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে সালামকে গ্রেপ্তার করে।

ঘটনার পর মহানগর স্বেচ্ছাসেবক লীগ আবদুস সালামকে সংগঠন থেকে বহিস্কার করে, এবং ওয়ার্ড কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

আপনার মন্তব্য

আলোচিত